EIIN : 104798
School Code : 4029 RAJABHUBAN, RANGUNIA, Chittagong; 01819783463, 01726284887
রাজা ভুবন উচ্চ বিদ্যালয় Raja Bhuban High School RAJABHUBAN, RAJABHUBAN, RANGUNIA, Chittagong
01819783463, 01726284887; rajabhubanhs.104798@gamil.com
President Message

    সভাপতির বাণী
    উত্তর রাঙ্গুনিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজাভুবন উচ্চ বিদ্যালয়। অত্র এলাকার শিক্ষা বিস্তারে বিদ্যালয়টি অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। ২০১৪ইং সালে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার পর হতে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সহ সার্বিক উন্নয়নে অবদান রাখার ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি যাহা অব্যাহত থাকবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সকল শিক্ষক, কর্মচারী যার যার অবস্থান হতে বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। এই জন্য তাঁদের আমি ধন্যবাদ জানাই। পরম করুনাময় আল্লাহ সবার সহায় হোক।